বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা এখন পুরো বাংলাদেশে। আর ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ হলে তো আরও কথাই নেই। আর্জেন্টিনার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে করা মেসির গোলের পর বাংলাদেশের আর্জেন্টিনারে ভক্তদের সেই গোল উদযাপনের ভিডিও নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের। এরপর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করে সামাজিক মাধ্যমে। এবার বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আজ শনিবার নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার ডি স্পোর্টস রেডিওতে কর্মরত সাংবাদিক করোল ডিয়েগো সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থন সম্পর্কে প্রশ্ন করেন স্কালোনিকে। সেই প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘ডিয়াগোর (ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত।‘ তিনি আরও বলেন, ‘এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।‘