ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে, জনসভায় লোকে লোকারণ্য হয়ে যাবে। আশা করি, এবার জনসভায় লোক জমায়েতে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। গতকাল শুক্রবার পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়োজনীয় দিক–নির্দেশনা প্রদান করেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, আমার প্রয়াত পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর সভাপতিত্বে ২০১১ সালে আওয়ামী লীগের সর্বশেষ সমাবেশ হয়েছিলো চট্টগ্রামে। এরপর আর কোনো সমাবেশ হয়নি। ঐ সময় আনোয়ারা–কর্ণফুলী থেকে বিশাল জন সমাগম হয়েছিল। তার ধারাবাহিকতায় আগামী ৪ ডিসেম্বর মহাসমাবেশে জনসমাগম ঘটিয়ে লোকে লোকারণ্য করে তুলব। আমরা নেত্রীকে প্রমাণ করে দিবো কে বলেছে বাবু নাই, বাবু আছে সারা চট্টগ্রামে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাব সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মোসলেউদ্দিন মনসুর, কর্ণফুলী উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।