হলের দেয়ালে চিকা মারাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিবদমান দুই পক্ষ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) এবং বিজয়ের একাংশ হিসেবে ক্যাম্পাসে পরিচিত। রাত সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখার সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান করছিল। এতে অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে। এফ রহমান হলের প্রায় ৩০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় এ এফ রহমান হলে সংঘর্ষের শুরু হয়। এর আগে দিনব্যাপী উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। জানা যায়, চবির এ এফ রহমান হলের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরেই বিজয়ের হাতে রয়েছে। পুরো হলের দেয়ালজুড়ে বিজয়ের চিকা মারা আছে। এ নিয়ে ক্যাম্পাসে নানা সমালোচনাও হয়েছে। অনেকে এটাকে বিজয় হল নামেই চিনে। সর্বশেষ গত বৃহস্পতিবার ভিএক্সের কর্মীরা দিনভর নিজেদের গ্রুপের নাম সম্বলিত চিকা মারলে গভীর রাতে সভা ডেকে বিজয় ভিএক্সের চিকা মুছে দেয়।
শুক্রবার রাতে সংঘর্ষ শুরু হলে কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়। পরে এ এফ রহমান হলের নিয়ন্ত্রণ নেয় ভিএক্স। বিজয়ের কর্মীরা হলের আশপাশের মাঠে দেশীয় অস্ত্রসহ অবস্থান করে এবং ইট–কাঁচের বোতল ছুড়তে থাকে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েও বিজয় পক্ষকে শান্ত করতে পারেনি।
এ ব্যাপারে সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এক পক্ষ হলের ভিতরে আরেক পক্ষ বাইরে অবস্থান করছে।