এক ম্যাচ আগেই ব্রাজিলের শেষ ষোলোতে যাওয়া নিশ্চিত হয়ে যায়। তাই একেবারে ভিন্ন একাদশ নিয়ে নামে কাতারের লুসাইল স্টেডিয়ামে।
ফ্রেদ ও মিলিতাও ছাড়া শেষ ম্যাচের একাদশের সবাইকে বদলে ফেলেন কোচ তিতে। নতুন দল নিয়ে ক্যামেরুনের বিপক্ষে নেমে ১-০ গোলের হার দিয়ে শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
লুসাইল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগের দেখা পায় ব্রাজিল। একজনকে কাটিয়ে ডান পাশে থাকা রদ্রিগোকে বল বাড়ান আন্তনি। তিনি কাটব্যাক করেন ফ্রেদের উদ্দেশে কিন্তু তার নেওয়া শট আটকে দেন ক্যামেরুন ডিফেন্ডাররা।
১৪তম মিনিটে এখন পর্যন্ত ম্যাচের সবচেয়ে পরিষ্কার সুযোগ পায় ব্রাজিল। ফ্রেদের বাড়ানো ক্রস হেড করার মতো জায়গায় পেয়েছিলেন মার্তেনেল্লি। হেড করেওছিলেন তিনি কিন্তু সেটি দারুণভাবে সেভ করেন ক্যামেরুন গোলরক্ষক এপাসেসে।
ছয় মিনিট পর সুযোগ আসে ক্যামেরুনের সামনে কিন্তু চুপোও মোটিংয়ের নেওয়া শট ঠেকিয়ে দেন এদারসন। তারপর আরও কয়েকটি সুযোগ পান মার্তেনেল্লি কিন্তু পাননি গোলের দেখা।
শেষদিকে দুর্দান্ত একটি সুযোগ পায় ক্যামেরুন কিন্তু এমবুমোর হেড দারুণভাবে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক এদারসন।
৯০ মিনিটের খেলা শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত সময়ের ২য় মিনিটে ভিনসেন্ট আবুবকর ক্যামেরুনের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন।