১৯৯৪ বিশ্বকাপ থেকে টানা সাতটি আসরে শেষ ষোলোয় খেলেছে মেক্সিকো। কিন্তু কাতার বিশ্বকাপে এসে হোঁচট খেল তারা। বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। সেই ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছাড়লেন দলটির কোচ জেরার্দো মার্তিনো। যদিও মেক্সিকোর সঙ্গে তার চুক্তি ছিল কাতার বিশ্বকাপ পর্যন্তই। ২০১৯ সালে দলটির দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে ৬৬ ম্যাচে ৪২ জয় পেয়েছে মেকিক্সকো। বিপরীতে ১২টিতে ড্র ও ১২ টিতে ম্যাচে হেরেছে তারা।