এক বিশ্বকাপে দুই পেনাল্টি সেভ করে রেকর্ড বইয়ে পোলিশ গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

 

বিশ্বকাপের ইতিহাসে তার আগে এমনটা করতে পেরেছেন কেবল দুজন। তৃতীয় গোলরক্ষক হিসেবে একই বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করে রেকর্ড বইয়ে নাম লেখালেন পোলিশ গোলরক্ষক ওজসিচ শেজনি। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়েছেন শেজনি। যদিও দলকে হার থেকে বাঁচাতে পারেননি শেষ পর্যন্ত। আর্জেন্টিনার বিপক্ষে পোল্যান্ড হেরেছে ২০ গোলের ব্যবধানে। এর আগে সৌদি আরবের বিপক্ষে জেতা ম্যাচেও একটি পেনাল্টি সেভ করেছিলেন শেজনি। সালেম আলদাসওয়ারির পেনাল্টি রুখে দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক। ফলে তৃতীয় গোলরক্ষক হিসেবে একই বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করে রেকর্ড গড়েছেন শেজনি। তার আগে এমন কীর্তি দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ব্রড ফ্রিয়ডেল (২০২২ বিশ্বকাপ) এবং পোল্যান্ডের জন টমাসজেউঙি (১৯৭৪ বিশ্বকাপ)

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে প্রথমবার মুখোমুখি নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধদায়িত্ব ছাড়লেন মেক্সিকো কোচ