প্রযুক্তির কল্যাণে মানুষ এখন পেয়ে যাচ্ছেন ডিজিটাল সেবা

ডিজিটাল উদ্ভাবনী মেলায় এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

 

সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সরকার সবকিছু করছে। প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষ এখন দোরগোড়ায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল সেবা। আইনী সহায়তা, ভূমি ব্যবস্থাপনা সহায়তা, ডিজিটাল শিক্ষা ব্যবস্থাসহ সবক্ষেত্রেই মানুষ ডিজিটাল সেবা পেয়ে উপকৃত হচ্ছে। দেশের জনগণ আরো বৃহৎ আকারে যাতে প্রযুক্তির সেবা গ্রহণ করতে পারে তার জন্য এরকম ডিজিটাল উদ্ভাবনী মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি গত বুধবার উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ’ শীর্ষক শিরোনামে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, অধ্যাপক রনজিত কুমার দত্ত, অধ্যাপক সুব্রত বরণ চৌধুরী, জাফর আলী হিরু, মাস্টার আহসান ফারুক, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন চৌধুরী, এম. লোকমান হাকিম, সাইফুল ইসলাম শিপন, আখতারুজ্জামান রবিউল, জাহেদ, ওয়াহিদ, সম্রাট, নিশান, সাকিব প্রমুখ। এবারের মেলায় ৩১টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে দর্শণার্থীদের অবহিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাদেশ জারি, বিদ্যুৎ-জ্বালানির দাম ঠিক করতে পারবে সরকারও
পরবর্তী নিবন্ধচবির পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী ১০ ও ১১ ফেব্রুয়ারি