বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

 

চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ (৭২) গত বুধবার দিবাগত

রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, এম. বাবর আলী ইনু, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, আবদুল শুক্কুর, বশির উদ্দিন খান মুরাদ, লোকমান হাকিম, মনসুর আলী ফয়সাল, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ প্রমুখ শোক প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের পক্ষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন করেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।

পূর্ববর্তী নিবন্ধঅবকাশ মেধা ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাড়ছে চুরি এবার উঠান থেকে টেক্সি নিয়ে গেল চোর