জাপানের কাছে ২-১ গোলে হেরেও শেষ ষোলোতে স্থান পেয়েছে স্পেন।
একদিকে, টিকে থাকার লড়াইয়ে জার্মানি ৪-২ গোলে কোস্টারিকাকে হারিয়েও উঠতে পারেনি নকআউট পর্বে। আরেক ম্যাচে ১ গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় স্পেন।
এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই জার্মানি হারায় কোস্টারিকাকে। অন্যদিকে, খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-এর ম্যাচে স্পেনকে হারিয়ে গ্রুপ সেরা হয় জাপান কিন্তু হেরেও শেষ ষোলোয় জাপানের সঙ্গী হয়েছে স্প্যানিশরা। ওদিকে কোস্টারিকাকে হারিয়েও বিদায় নিল জার্মানরা।
জাপানের কাছে স্পেনের ২-১ গোলে হেরে যাওয়া এবং আরেক ম্যাচে জার্মানির জয় সত্ত্বেও গোল ব্যবধানের কারণে পরের পর্বে উঠে গেছে লুইস এনরিকের দল।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে জাপান। জার্মানি আজ কোস্টারিকাকে হারিয়েছে ৪-২ ব্যবধানে। তাদের পয়েন্টও স্পেনের সমান (৪) কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় নকআউট পর্বে উঠলো স্পেন। জার্মানির গোল ব্যবধান যেখানে মাত্র ১, সেখানে স্পেনের ৬। এই পার্থক্যের কারণেই কপাল পুড়লো চারবারের চ্যাম্পিয়ন জার্মানদের।