হাটহাজারীতে চাঞ্চল্যকর মোহাম্মদ উল্লাহ (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আবদুর রহমান(২৮)কে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোরে তাকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তিনি এই ইউনিয়নের ৯নং ওয়াডের চারিয়া ওয়াহেদ আলী তালুকদার বাড়ির বদিউল আলমের পুত্র। আটককৃতকে বৃহস্পতিবার সকালে আদালত প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই মামলায় এজাহারভুক্ত মূল আসামী আরমানকে আটক করা হয়। এর ধারাহিকতায় আবদুর রহমানকে আটক করি। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
উল্লেখ্য, গত ৯ নভেম্বর বুধবার সকালে পুলিশ হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া পল্লী বিদ্যুতের সাব-স্টেশন সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ উল্লাহ (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এই মামলায় গত ১০ নভেম্বর এজাহারভুক্ত আসামী আরমানকে আটক করা হয়। এই হত্যার ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রেকর্ড করা হয়।
থানায় মামলা রেকর্ড হওয়ার পর পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ মোহাম্মদ উল্লাহকে ডেকে নেওয়া মামলার এজাহারভুক্ত আসামী আরমান ও আবদুর রহমানকে আটক করে।