আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলা শুরু আজ

বিজয় শিখা প্রজ্বলন ১৩ ডিসেম্বর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার’ এ শ্লোগানে মাসব্যাপী বিজয় মেলা চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আজ ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বিজয় শিখা প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ১৩ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস এসব কথা জানান। তিনি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে বিজয় মেলার কার্যক্রম বন্ধ থাকবে। অপরদিকে ১২ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন, ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় মহাসম্মেলন কর্মসূচিতে এবারের বিজয় মঞ্চের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।

১৩ ডিসেম্বর বিকেল ৩টায় এম এ আজিজ স্টেডিয়াম গোলচত্বর সম্মুখে মুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্বলন ও জাতীয় পতাকা এবং মেলা পরিষদের পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিজয় মেলার প্রয়াত চেয়ারম্যান সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্যদিয়ে সমাপ্ত হবে এবারের বিজয় মেলার আয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজয়মেলা পরিষদের কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, অর্থ সচিব পল্টু লাল সাহা, এসএম মাহবুবুল আলম, সৈয়দ মাহমুদুল হক, নৌ কমান্ডো আবু বকর, আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ, চৌধুরী ফরিদ, আবদুল হালিম দোভাষ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরকার কাউকে বিশৃঙ্খলা করার অনুমতি দিতে পারে না : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব সী কুইনের সেমিনার