শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্র করে আমাদের ঋণ শোধ করতে হবে

বোয়ালখালী পৌরসভা আ.লীগের সভায় মোছলেম উদ্দিন

| বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে গত ২৬ নভেম্বর বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা ফুলতলা চত্বরে বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ এমপি। তিনি বলেন, শেখ হাসিনা চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন করেছেন। জনসভাকে জনসমুদ্র করে আমাদের ঋণ শোধ করতে হবে। তিনি আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।

সাধারণ সম্পাদক এস এম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ. লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, এস এম জসিম উদ্দিন, শফিউল আজম শেফু, রেজাউল করিম বাবুল, এম এ ঈছা, নুরুল আবছার হিরা, শফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার