প্রস্তুতি সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ

পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা, র‌্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এতে বক্তারা আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক ছিদ্দিক আলম।

ওয়ার্ড সভাপতি নুরুল আজিম নুরু সওদাগরের সভাপতিত্বে এবং ইফতেখার আলম জাহেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহসভাপতি আজিজুর রহমান, মোস্তাকিম বিকম, কামাল উদ্দিন, গোলাম রব্বানী মনি, জসিম উদ্দিন, আনিসুর রহমান, হোসেন বাদশা, এন কে আলম সাজ্জাদ, আকতার হোসেন, গাজী আবদুল মান্নান, হোসাইন উল্লাহ রিপন প্রমুখ।

নাসিরাবাদ : নাসিরাবাদে বিভিন্ন এলাকায় আবদুল্লাহ আল মামুন চৌধুরীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। তিনি কর্ণফুলী কমপ্লেঙ, কাঁচাবাজার, ষোলশহর সুপার মার্কেটে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহিনুল আলম শাহিন, শহিদুল ইসলাম শহিদ, এস এম আবু কায়েস, মাবুদ সওদাগর, নাসির তালুকদার, মুমিনুল আলম মুমিন, মো. ইয়াকুব, আলী আকবর, কোরবান আলী প্রমুখ।

রেলওয়ে শ্রমিকলীগ: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে রেলওয়ে শ্রমিকলীগের উদ্যোগে মোটর শোভাযাত্রা ও গণসংযোগ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব সফর আলীর নেতৃত্বে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা সফি বাঙালী। উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জোবায়ের ইসলাম ডলার, ইমাম হোসেন উজ্জ্বল, মোঃ মিজানুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দীন আজমল, মোঃ নুর হোসেন রানা, মিথুন রাশেদ, মোঃ ইকবাল হোসেন জনি প্রমুখ।

২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আ.লীগ : আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠাতব্য আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষে সিটি করপোরেশনের ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ‘গ’ ইউনিটের উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে পৃথক পথসভাসহ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। গইউনিট সভাপতি আব্দুল মজিদ চান্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। বক্তব্য রাখে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ মোল্লা, মোস্তফা জালাল, হুমায়ুন কবির, হাসি উদ্দিন আলম রুমি, মাহবুবুর রহমান, রওশন উদ্দিন, দারুল ইসলাম সোহেল, মনির আহমেদ ভুইয়া, এহতেশামুল হক নাহিদ, মঞ্জুর হোসেন চৌধুরী, মো. সেলিম, ওমর ফারুক, কাইছার উদ্দিন, কাজী তৌহিদ আল ওসমান, আব্দুর রহমান, এনামুল হক নিজাম, আবু ছিদ্দিক অভি, ইকবাল টেমু, মো. খোরশেদ, মঞ্জুরুল আলম, আকতার মোল্লা, আনোয়ার, মমিন, রবিউল, কারিনা বেগম বিজলী, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে পাহাড় কাটার দায়ে দুইজনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে