সোনালী ব্যাংক এবং জেলা আইনজীবী সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

| বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:২৯ পূর্বাহ্ণ

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আইনজীবী সমিতির সদস্যদের যাবতীয় ফিস ও বার্ষিক চাঁদা আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক এবং জেলা আইনজীব সমিতির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ২৮ নভেম্বর সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং সমিতির পক্ষে সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।জেনারেল ম্যানেজার অফিস চট্টগ্রাম কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো. মুছা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, ব্যাংকের অন্যান্য নির্বাহী, কর্মকর্তাবৃন্দ ও আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে জেলা আইনজীবী সমিতির সদস্যরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের বার্ষিক বিভিন্ন চাঁদা ও যাবতীয় ফিস পরিশোধ করতে পারবেন। ফলে অনলাইনের মাধমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধ২ নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানি, মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলী গ্রেপ্তার