কর বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর প্রদান আরো সহজীকরণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের চার অঞ্চলের কর কর্মকর্তারা। গতকাল সকালে নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিকের পেলিক্যাল মেহজাবিন ভবনে জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
সকালে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে জাতীয় কর দিবসের উদ্বোধন করেন কর আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য মকবুল হোসেন পাইক। কর অঞ্চল–২ এর উপ–কর কমিশনার (প্রশাসন) রকিবুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চলের কমিশনার সফিনা জাহান, কর অঞ্চল–১ এর কমিশনার মো. ইকবাল বাহার, অঞ্চল–২ এর কমিশনার সামিয়া আখতার, কর অঞ্চল–৩ এর কমিশনার শাহাদাৎ হোসেন শিকদার, কর অঞ্চল–৪ এর কমিশনার ছাবিনা ইয়াছমিন।