আগুন লাগার সংকেত পেয়ে নেপাল থেকে ব্যাংককগামী রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে এতে আগুনের কোনো ঘটনা ঘটেনি। ফ্লাইটে থাকা যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদ ছিলেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। সবকিছু পরীক্ষা নিরীক্ষার পর রাত দশটা নাগাদ ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহম্মেদ সাংবাদিকদের জানান, রয়্যাল নেপাল ফোর জিরো ওয়ান এর ফ্লাইটটি ১৫০ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককে যাচ্ছিল। কাঠমুণ্ডু থেকে ব্যাংকক যাওয়ার পথে আগুন ও ধোঁয়ার সংকেত পেয়ে পাইলট ফ্লাইটটিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে অবতরণের পর চেক করে তেমন কিছু পাওয়া যায়নি।
পাইলট উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন বলে উল্লেখ করে উইং কমান্ডার তসলিম আহম্মেদ জানান, পরে রয়্যাল নেপালের টেকনিক্যাল টিম উড়োজাহাজটির সবকিছু ঠিকঠাক করে রাত ১০টার পরে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করে।