(৩১,৪৪৭)
শীত এলো শহর–গাঁয়ে,
শীতের হাওয়া লাগে গায়ে।
ঘুম ভেঙে যায় পাখির তানে,
ক্ষুধা বাড়ে পিঠার ঘ্রাণে।
শীতের দিনের পিঠা,
লাগে বেজায় মিঠা।
কখন খাবো, কখন খাবো
মনটা উচাটন,
মজার মজার পিঠা খেয়ে
ভরবে আমার মন।
আয়ুষ ধর | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ