বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস নিয়ে টুইটারে নিজেদের ভেরিফায়েড পেইজে ভিডিও পোস্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার ব্রাজিলিয়ানদের উল্লাসও বিশ্বকে জানাতে ভুলেনি সংস্থাটি। সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের রাতে বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস নিজেদের পেইজে পোস্ট করে তারা। সেদিন সুইজারল্যান্ডের বিপক্ষে ১–০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের দারুণ এই জয়ে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকরা। তাদের এই উল্লাসের মুহূর্ত নজর কেড়েছে পুরো বিশ্বের। আর তাই বিশ্ব ফিফা নিজেদের অফিসিয়াল টুইটারে ২টি ছবি সংযুক্ত করে একটি পোস্ট করে। যার ক্যাপশনে লিখা হয়েছে, ‘এই ছবিগুলো ব্রাজিলের নয়; ঢাকা, বাংলাদেশের। ব্রাজিল জাতীয় দলের জন্য তাদের কি দারুণ আয়োজন।’