শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন– ‘উন্নত সমৃদ্ধ দেশ গঠনে ডিপ্লোমা পেশাজীবীদের ভূমিকা সর্বাগ্রে। প্রযুক্তিপ্রসারী বর্তমান সরকারের অগ্রাধিকার লক্ষ্য ডিপ্লোমা শিক্ষাকে জনপ্রিয় করা, সাধারণ শিক্ষা ও ডিপ্লোমা শিক্ষা সমান সমান করা এবং ডিপ্লোমা পেশাজীবীদের মান মর্যাদা বৃদ্ধি করা।
এই লক্ষে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে কর্মক্ষম করার উপযোগী শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে। ‘চতুর্থ শিল্পবিপ্লব, ডিপ্লোমাদের কর্মেই সম্ভব’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ২৫ শে নভেম্বর বিকেলে বঙ্গবন্ধু হল চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে আয়োজিত ডিপ্লোমা শিক্ষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী। মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ও শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের ডাইরেক্টর প্রফেসর ড. মো. মশিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী। পরিষদের প্রধান সমন্বয়ক খন রঞ্জন রায়ের পরিচালনায় সদস্যসচিব মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশগ্রহণ করেন ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক এসএম গোলাম মওলা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান, চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ ছবি বড়ুয়া, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড বিভাগীয় সদস্য ডা. একে এম ফজলুল হক সিদ্দিকী, ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মো. মাঈনুল হক চৌধুরী দুলাল, পরিষদের প্রধান উপদেষ্টা মো. আবুল হাসান এবং প্রধান পর্যবেক্ষক প্রফেসর ড. উদিতি দাশ প্রমূখ।
উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে প্রফেসর ড. উদিতি দাশের নেতৃত্বে ৫ সদস্যের একটি পর্যবেক্ষক দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। ডিপ্লোমা শিক্ষাকে দৃঢ় ভিত্তিমূলে দাঁড় করানোর স্বীকৃতিস্বরূপ ১৪ জন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












