ঘর থেকে টেনে বের করে রোহিঙ্গা মাঝিকে খুন

উখিয়া প্রতিনিধি | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

উখিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘর থেকে টেনে বের করে ছুরিকাঘাত ও গুলি করে সাহাব উদ্দিন (৩৫) নামে এক মাঝিকে (নেতা) হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনাটি ঘটেছে। নিহত সাহাব উদ্দিন রোহিঙ্গা

ক্যাম্প১২ এর এইচ১৪ ব্লকের মনির আহমদের ছেলে। তিনি উক্ত ক্যাম্পের একজন উপনেতা (সাব মাঝি)

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকাল ৫টার দিকে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী সাহাব উদ্দিনকে ঘর থেকে বের করে তারই ঘরের পেছনে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, কে বা কারা খুনের সঙ্গে জড়িত এ ব্যাপারে পরিবার কিছু জানাতে না পারলেও নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআমাদের দুর্বলতার ফাঁক-ফোকর দিয়েই জঙ্গিরা পালিয়েছে
পরবর্তী নিবন্ধহালদায় নারীর ভাসমান লাশ