চিটাগাং ইন্টারন্যাশনাল উইমেন এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল গতকাল সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ব্লুবেল স্কুলের প্রিন্সিপাল আওরা তেনসিন জোহেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন কোরিয়ান নাগরিক হিলডা লিউ উইল, ডরথি মুন, তানুল তিওয়ারী, জেরিন নিজাম শেখ ও সুফিয়া রহমান লিপি। প্রতিনিধি দল হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন এবং কেন্দ্রের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। উল্লেখ্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেখানে শারীরিক ও মানসিক প্রতিবন্ধি শিশুদের এক ছাতার নিচে সকল ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রে বর্তমানে প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজুর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক ও অভিজ্ঞ থেরাপিষ্ট, সাইকোলজিষ্ট এর সমন্বয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। সভায় অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উন্নয়নে তারা কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং চট্টগ্রামে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বিত ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, পরিচালক ডা. মো. নূরুল হক, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ–পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, অধ্যাপক ডা. ধনাঞ্জয় দাশ, অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার লুবনা, ডা. রেহানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সভাতে চিটাগাং ইন্টারন্যাশনাল উইমেন এসোসিয়েশনের পক্ষ থেকে অটিজম ও শিশু বিকাম কেন্দ্রের জন্য বিভিন্ন মেডিকেল ডিভাইস ও নগদ অনুদান হস্তান্তর করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ প্রতিনিধি দলকে হাসপাতালের বিশেষায়িত শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি হাসপাতালের অন্যতম প্রকল্প ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনষ্টিটিউটের জন্য সকলকে সহযোগিতার আহবান জানান। এরপর প্রতিনিধি দল হাসপাতালের নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ভবন পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।