প্রেস ক্লাব ক্রীড়ায় ব্রিজ ইভেন্টে মোরশেদ-যীশু চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম প্রেস ক্লাবসাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ব্রিজ ইভেন্টে মুহাম্মদ মোরশেদ আলমযীশু রায় চৌধুরী জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স আপ হয়েছেন কলিম সরওয়ারফারুক ইকবাল জুটি। গতকাল ২৮ নভেম্বর সোমবার প্রেস ক্লাবের গেইম রুমে উক্ত ইভেন্ট সম্পন্ন হয়। আগামী ৩০ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় সদস্যাদের ইভেন্টসমূহ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। উক্ত ইভেন্টসমূহে অংশগ্রহণের জন্য প্রেস ক্লাব ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া উপকমিটির আহবায়ক দেবাশীষ বড়ুয়া দেবু সদস্যাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅবনমন থেকে রক্ষা পেলো লাকী স্টার
পরবর্তী নিবন্ধভারত-বাংলাদেশ ‘এ’ দলের ৪ দিনের ম্যাচ শুরু আজ