মোদ্দা কথা

নিতু চক্রবর্তী | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

 

 

মানুষ আর সমুদ্রে দারুণ একটা মিল সবসময়েই আছে,

জোয়ার ভাটা তাদের জীবনে থাকে আগে পিছে।

প্রকৃতি কখনো করেনা সমুদ্রের জোয়ারে হিংসা,

মানুষ সহ্য করে না কখনো মানুষের প্রশংসা।

মানবিকতা আছে যার, সে ঘুরছে দ্বারে দ্বারে,

স্বার্থপর অকৃতজ্ঞ মানুষরাই রাজত্ব করছে জগৎ জুড়ে।

অসৎ মানুষের শাসনে এখন জগৎ চলে,

কার সাধ্য! কোনো বিষয়ে উচিৎ কথা বলে।

যে যাকে পারে চলতে, চলছে ঠকিয়ে চলা,

কারো বিপদ শুনলে ভাবে, কী দরকার তাতে নাক গলা!

ভালো মানুষ দেখলেই ভাবে, অসভ্যের দল,

সুন্দর মন আছে তাই পিষে মারি তাকে চল।

যখন লোভী মানুষ হয় বিচারক নিরপেক্ষতার অভাব,

এরকমই বিচার চলছে, এটাই বিচারকের স্বভাব।

সহজ সরল হওয়াটা আজকাল নেহাৎই দুর্বলতা,

সৎ মানুষের স্থান নাই এখানে, এটাই মোদ্দা কথা।

পূর্ববর্তী নিবন্ধঅনাবাদি জমি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আবাদযোগ্য করা হোক
পরবর্তী নিবন্ধআঁরার চাটগাঁইয়া ভাষা