টেক ব্যাক নয়, জনগণ বিশ্বাস করে গো এহেড বাংলাদেশে

মহানগর মহিলা আ. লীগের সাথে নগর আ. লীগের মতবিনিময়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

 

 

আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগের চলমান কর্মসূচির অংশ হিসেবে মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত

সাধারণ সম্পাদক নিলু নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনার আগমনে চট্টগ্রামের আপামর জনসাধারণ উদ্বেলিত। সর্বস্তরের মানুষের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে

পলোগ্রাউন্ডের জনসভা আম জনতার মিলন মেলায় পরিণত হবে। আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রমাণ করব বাংলাদেশ কখনোই জামাত বিএনপির জঙ্গিবাদ ও দুনীতির কালো সময়গুলোতে ফিরবে না। চট্টগ্রামসহ দেশের আপামর জনতা মানবতার নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সামনে রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলার মানুষ ষড়যন্ত্রের সূতিকাগারে প্রসূত বিএনপি ও স্বাধীনতা বিরোধী চক্রের ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘গো এহেড’ শ্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আবারো শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করবে। চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিজয় কেতন সারা বাংলায় ছড়িয়ে দেব।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ঘোড়া গাড়ি করে প্রচারণা উদ্বোধন ও বিকাল তিনটায় ট্রাক যোগে প্রচারপত্র বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩৬ ঘণ্টা পর কাজে যোগ দিলেন নৌযান শ্রমিকরা
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াতে কমাতে পারবে সরকার