ভুট্টা নিয়ে আসা জাহাজে বিপুল বিদেশি মদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

 

 

মিয়ানমার থেকে ভুট্টা নিয়ে আসা একটি জাহাজ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি টিম গতকাল জাহাজটিতে অভিযান চালিয়ে হুইস্কি আটক করেছে। এমভি এমসিএল৬ নামের জাহাজটি থেকে মোট ৬১ বোতল (৪২ দশমিক ৬৫ লিটার) হুইস্কি আটক করা হয়।

ওই হুইস্কি জাহাজের ক্রু কনজাম্পশনের অতিরিক্ত অর্থাৎ ঘোষণা বহির্ভূত। এ জাহাজের সংশ্লিষ্ট শিপিং এজেন্ট আগ্রাবাদের মাল্টিপোর্ট শিপিং লিমিটেড। জাহাজটি গড় রোববার

বাংলাদেশে আসে। আটক করা হুইস্কি চট্টগ্রাম কাস্টম হাউসে জমা দেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল প্রকল্পের অর্ধ কোটি টাকার তার চুরি
পরবর্তী নিবন্ধআজ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন