নগরীর বাকলিয়া থানা এলাকায় ধর্ষণের অভিযোগে মো. দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল বাকলিয়ার একটি আবাসিক এলাকার নিরাপত্তা কর্মী। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজাদীকে বলেন, শিশুটির মায়ের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারী ও শিশু নির্যাতনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. দুলাল কুমিল্লার বাঙ্গরা বাজার থানার রোয়াচালা আলগা বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
ঘটনার বিবরণে ওসি বাকলিয়া জানান, ধর্ষণের শিকার এক বছর নয় মাস বয়সী শিশুটির মা গৃহকর্মীর কাজ করেন। ঘটনার দিন সাত বছর বয়সী ছেলের কাছে মেয়েকে দিয়ে কাজ করতে চলে যান। এদিন দুপুরে বড় ছেলেকে চা আনতে দোকানে পাঠিয়ে শিশুটিকে ধর্ষণ করে কেয়ারটেকার দুলাল। এ সময় রক্তক্ষরণ হওয়ায় সে শিশুটিকে গোসল করিয়ে দিয়ে বাসায় রেখে চলে যান। পুলিশ কর্মকর্তা রহিম বলেন, শিশুটির মা বাসায় এসে রক্ত দেখে তার ছেলের থেকে বিষয়টি জানতে পারেন। তিনি প্রতিবেশীদের মাধ্যমে থানায় এসে অভিযোগ করেন।