রাশিয়া ইউক্রেনে লক্ষ্য অর্জন করবে : পুতিন

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনে যুদ্ধরত সৈন্যদের মায়েদের একটি দলকে বলেছেন, রাশিয়া ইউক্রেনে তার সামরিক অভিযানের লক্ষ্য অর্জন করবে। টেলিভিশনে প্রচারিত মস্কোর কাছে তার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের সময় পুতিন বলেন, আমাদের অবশ্যই লক্ষ্য অর্জন করতে হবে এবং আমরা শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করব। খবর বাসসের।

তিনি ইউক্রেনে মস্কোর কৌশলকে তথ্য মাধ্যমে অবমূল্যায়ন, (এবং) আপস হিসেবে প্রচার করাকে শত্রুদের প্রচেষ্টা হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান। জাতিসংঘের পারমাণবিক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়ার হামলার সময় ইউক্রেনের যে তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল সেগুলোকে গ্রিডের সঙ্গে পুনঃসংযুক্ত করা হয়েছে। জাপোরিজিয়ার চতুর্থ পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, বৃহস্পতিবার এটি অনলাইনে ফের সক্রিয় হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তায় ঝুঁকি, ইমরান খানকে লং মার্চ পেছাতে বলল সরকার
পরবর্তী নিবন্ধতীব্র শীতের মধ্যে ইউক্রেনের ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন