৬৯ লাখ টাকা ব্যয়ে কোদালা খালের উপর ব্রিজ নির্মাণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা খালের উপর ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রচেষ্টায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোদালা খালের উপর ৬৯ লাখ ১৮ হাজার ৭৮০ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করা হয়েছে।
ব্রীজটি নির্মাণ হওয়ায় কোদালা ও পার্শ্ববর্তী কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নের সংযোগ স্থাপন হয়েছে। এতে এই দুই ইউনিয়নের জনসাধারণের শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সাধিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মাস্টার বলেন, এই ব্রীজটির কারণে এতদ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার হাত ধরে চট্টগ্রাম অনন্য উচ্চতায় পৌঁছেছে
পরবর্তী নিবন্ধসিসিএল স্পোর্টস কার্নিভ্যালের পুরস্কার বিতরণ