রাঙ্গুনিয়া উপজেলার কোদালা খালের উপর ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রচেষ্টায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোদালা খালের উপর ৬৯ লাখ ১৮ হাজার ৭৮০ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করা হয়েছে।
ব্রীজটি নির্মাণ হওয়ায় কোদালা ও পার্শ্ববর্তী কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নের সংযোগ স্থাপন হয়েছে। এতে এই দুই ইউনিয়নের জনসাধারণের শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সাধিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মাস্টার বলেন, এই ব্রীজটির কারণে এতদ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে।