সাবেক মেয়র, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির আশীর্বাদ স্বরূপ। এই রাষ্ট্রনায়ক দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তিনি উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে দল মত নির্বিশেষে চট্টলবাসী জমায়েত হয়ে বুলেট ট্রেন, মেট্রোরেল, মেরিন ড্রাইভ, কালুরঘাট ব্রিজ, নতুন বিমানবন্দরের পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে উৎসাহিত করবেন। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে চট্টগ্রাম অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলসহ হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রামবাসীর হৃদয় জয় করেছেন। তিনি গত ২৫ নভেম্বর মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং সন্ধ্যায় মাইজভাণ্ডার দরবারে গরিব ও দুস্থ অলি আউলিয়া প্রেমিকদের মাঝে মশারি উপহার প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে সেবাধর্মী এ কর্মসূচিতে মাইজভাণ্ডার দরবারের আওলাদ, আশেকানে, ভক্ত ও অনুরক্ত ছাড়াও মাওলানা ইউনুচ, বাদশা আলম, লোকমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।