ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারী শারীরিক শিক্ষা কলেজে গতকাল চট্টগ্রাম সমিতি, ঢাকা কর্তৃক মেজবান ও মিলনমেলার আয়োজন করা হয়। আয়োজনে আবাসন সেবা প্রতিষ্ঠান সিপিডিএল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে।
আয়োজন প্রাঙ্গণে স্পন্সর সিপিডিএলের প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিলো লক্ষ্যণীয়। এ যেন দূরদেশে একান্ত আপন কাউকে পাওয়ার মতো অনুভূতি, জানতে চাইলে এভাবেই বলেন এক অভ্যাগত। সিপিডিএলকে চট্টগ্রামবাসীদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবেও উল্লেখ করেন অনেকে।
পুরানা পল্টন, বসুন্ধরা আ/এ, উত্তরা, ভাটারা এলাকায় ইতোমধ্যে নির্মীয়মাণ প্রকল্প সমূহ নিয়ে সকলেই আগ্রহ প্রকাশ করেন। সিপিডিএল কাজ শুরু করায় চট্টগ্রামের মানুষের ঢাকায় প্রপার্টি কেনায় আর কোন অনিশ্চয়তার সুযোগ থাকছে না। অন্যান্য প্রকল্পের সাথে সিপিডিএলের বারিধারার জে ব্লক সংলগ্ন ভাটারায়, ৫২ কাঠা ভূমিতে চলমান, ক্রমবর্ধমান ঢাকায় এফোর্ডেবল হোম সলিউশন ‘রুবিকন সিটি’ কন্ডোমিনিয়ামটির সাথে দর্শনার্থীদের অবগত করা হয় প্যাভিলিয়নে। আয়োজনে সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন সকলের সাথে মত বিনিময়ে ঢাকায় সিপিডিএল এর মজবুত ভিত্তি সৃষ্টিতে সকল চট্টগ্রামবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এবং ১৮ বছর ধরে আবাসন ব্যবসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সিপিডিএলের সম্মানজনক অর্জনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












