ক্যারিয়ার ক্লাব সরকারি সিটি কলেজ চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার কলেজ অডিটোরিয়ামে প্রোগ্রাম চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্তের সভাপতিত্বে এবং পুষ্পিতা চৌধুরী ও তৌহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বি এস আর এম এর হেড অব কর্পোরেট এফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আব্দুল আলিম, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো.মেহেদী হাসান, শিক্ষক পরিষদ সম্পাদক আজম আনোয়ার সাদাত এবং শিক্ষক ক্লাব সম্পাদক গোলাম মহিউদ্দিন উপস্থিত। প্রধান অতিথি ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে সেশন পরিচালনা করেন । এতে শিক্ষার্থী, শিক্ষক, ক্লাবের সদস্যসহ প্রায় ৩৫০ জন উপস্থিত ছিলেন। বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে ক্যারিয়ার গঠনে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্রসংসদ (দিবা ও বৈকালিক), সরকারি সিটি কলেজ চট্টগ্রাম।












