মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচের ৬৪তম মিনিটে মেসির দেয়া গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার জন্য এটি বাঁচামরার লড়াই। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে যেতে তাদের জন্য জয়ের বিকল্প নেই বাকি দুই ম্যাচে।
কিন্তু মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধ শেষে কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা। জালের দেখা পায়নি প্রতিপক্ষ মেক্সিকোও।
লুসাইল স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটির শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি আর্জেন্টিনা। পুরো প্রথমার্ধে বলার মতো সুযোগও তৈরি করতে পারেনি তারা। বক্সের সামনে গিয়েই দিশা হারাচ্ছিলেন আলবিসেলেস্তে ফুটবলাররা। ভাঙতে পারছিলেন না মেক্সিকোর জমাট রক্ষণ।
প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল বরং মেক্সিকোই। ৪৫তম মিনিটে ভেগার নেওয়া ফ্রি কিক দারুণ দক্ষতায় ঝাঁপিয় ধরেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
গোল না পেলেও ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে আর্জেন্টিনা যদিও একটি শটও নিতে পারেনি লক্ষ্যে।