বহদ্দারহাট মোড়ে ট্রাফিক পুলিশ চাই

| শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

আমরা চট্টগ্রামের বাসিন্দা। বিনয়ের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি।
গুরুত্বপূর্ণ ও কর্মব্যস্ততম এলাকা বহদ্দারহাট মোড়ে কোনো ট্রাফিক পুলিশ না থাকার কারণে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক, বিভিন্ন অফিস আদালতে অভিমুখীরা, পথযাত্রীরা, হাসপাতাল গামী বিভিন্ন মুমূর্ষু রোগীরা যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

তাই অতি সত্বর বহদ্দারহাট মোড়ে ট্রাফিক পুলিশ এর সেবা প্রদান করলে চট্টগ্রামবাসী উপকৃত হবে।

এলাকাবাসীর পক্ষে-

সৈয়দা শাহিনুর পারভীন
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাসান : নিঃসঙ্গতার কবি
পরবর্তী নিবন্ধআত্মহত্যা নয়, জাগরণ হোক আত্মোপলব্ধি