গোলরক্ষক লাল কার্ড দেখায় শেষদিকে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হলো ওয়েলসকে।
দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না গ্যারেথ বেলদের। দাপট দেখাল ইরান।
গতিময় আক্রমণাত্মক ফুটবলে তৈরি করল অসংখ্য সুযোগ। দু’টি ব্যর্থ হলো পোস্টে লেগে।
শেষ দিকে ১০ জন নিয়ে খেলা ওয়েলস কোনোরকমে ঠেকিয়ে রাখছিল কার্লোস কিরোসের দলকে কিন্তু ম্যাচের শেষ সময়ের গোলে নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ে ইরান।
আহমেদ বিন আলি স্টেডিয়ামে আজ শুক্রবার (২৫ নভেম্বর) ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে এশিয়ার দেশটি। চলতি আসরে এটি তাদের প্রথম ও এশিয়ার দেশগুলোর তৃতীয় জয়।