ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ছয় বছর বয়সী এক বালককে ভূমিকম্পের ধ্বংসস্তুপের নিচে দুই দিনেরও বেশি আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবারের ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর থেকে যারা নিখোঁজ রয়েছেন বুধবারের এ ঘটনা তাদের স্বজনদের মধ্যে ফের আশা সঞ্চার করেছে বলে সিএনএন জানিয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, সিয়ানজুর জেলার নাগরাক গ্রাম থেকে বালকটিকে উদ্ধার করা হয়েছে, তার নাম আজকা মৌলানা মালিক। খবর বিডিনিউজের।
মালিককে তার দাদীর মৃতদেহের পাশে পাওয়া যায় বলে জানিয়েছে তারা। তাকে সিয়ানজুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে উদ্ধারকর্মীরা তার বাবা-মায়ের মৃতদেহ খুঁজে পেয়েছিল। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানায় দুর্বল কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকা বহু বাড়ি ও স্থাপনা ধসে পড়ে। এতে বহু মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস এতে বাড়তি মাত্রা যোগ করে।