চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী আয়োজন উপলক্ষে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সকল ব্যাচের প্রতিনিধিদের উদ্যোগে গত ২১ নভেম্বর একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সুবর্ণ জয়ন্তী পালনের বিভিন্ন দিক নিয়ে সকলের সাথে মতবিনিময় হয়। সভায় ‘সফলতার উচ্ছ্বাসে, ম্যানেজমেন্ট পঞ্চাশে’ স্লোগানে দীপ্ত কন্ঠে সুবর্ণজয়ন্তী সফলভাবে আয়োজনে সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এতে প্রথম ব্যাচ থেকে পঞ্চাশ তম ব্যাচের বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফসিউল আলম, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ মামুন, অধ্যাপক ড. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক এ কে এম তফজল হক, সুবর্ণজয়ন্তী আয়োজন কমিটির কনভেনর জসীম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রোসাঙ্গীর বাচ্চু, রাশেদুল আমিন, শাহরিয়ার সিদ্দিকী, আ ন ম ওয়াজেদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।