জনতা ব্যাংক কোতোয়ালী শাখা ও চট্টগ্রামে ব্যাংকটির কর্পোরেট শাখার ১০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের পৃথক দুটি মামলায় চট্টগ্রামের বাদশা মিয়া চৌধুরী পরিবারের সাত সদস্যকে ১০ মাসের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
তারা হলেন, রাশেদ উদ্দিন চৌধুরী, দীন মোহাম্মদ চৌধুরী, হাসিনা চৌধুরী, রাবেয়া শাহেনা, দিলরুবা বেগম, সায়েরা বানু ও জাকিয়া শাহেনা।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আটকাদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে দুই মামলায় আদালত সাতজনকে ৫ মাস করে ১০ মাসের আটকাদেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, ২০০৬ ও ২০০৭ সালে ব্যাংক আসামিদের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে উক্ত পৃথক অর্থঋণ মামলা দুটি দায়ের করে।