বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তত্ত্বাবধানে এবং এনসিসি ব্যাংকের উদ্যোগে সম্প্রতি কুষ্টিয়ার দিশা ট্রেনিং এবং রিসোর্স সেন্টারে দিনব্যাপী ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএফআইইউ-এর পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো খন্দকার নাইমুল কবির বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন।
এসময়, বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক গাজী মনির উদ্দিন ও মো. রোকন-উজ-জামান এবং এনসিসি ব্যাংকের এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মো. বাকের হোসেন মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকারদের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় কুষ্টিয়ার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।