গত বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দল বেলজিয়াম কানাডাকে ১-০ গোলে হারিয়েছে।
বিশ্বকাপের মঞ্চে প্রায় ৩৬ বছর পর জায়গা পাওয়া কানাডা বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার ২৪ নভেম্বর) কাতারের রাজধানী দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় বেলজিয়ামের।
ম্যাচে মিচি বাটসুয়াইয়ের একমাত্র গোলে জিতে যায় বেলজিয়াম।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বেলজিয়াম। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পেয়েও মিস করে কানাডা। কানাডার ডেভিস আলফানসোর দুর্বল শটটি রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক কর্তোয়া।
প্রথমার্ধের শেষ সময়ে (৪৪ মিনিট) অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাটসুয়াইয়ের অন টাচ শট পায় জালের ঠিকানা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম। আর পুরো খেলার পরও সেই ফলাফল বদলাতে পারেনি কোনো দল।