শিশুদের চিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতাল এখন সময়ের দাবি

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সেমিনারে ডা. রবিউল

| বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

‘পিতামাতার সান্নিধ্য নবজাতকের জন্য একটি শক্তিশালী থেরাপি এই স্লোগানকে সামনে রেখে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল গতকাল মঙ্গলবার বিশ্ব অপরিণত নবজাতক দিবস পালন করেছে। এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, এই হাসপাতালের শিশু রোগ বিভাগ আমাদের জন্য গর্বের বিষয়, কারণ ইতিমধ্যে এই শিশু বিভাগ তার কার্যক্রমের মধ্য দিয়ে চট্টগ্রামে এক অনন্য মাত্রায় পৌঁছেছে।

আমরা এই বিভাগকে সকলের সহযোগিতায় আরও এগিয়ে নেয়ার চেষ্টা করছি। বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ জনগোষ্ঠী শিশু, তাদের চিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতাল এখন সময়ের দাবি। শিশুরা তাদের অসুস্থতার কথা চিকিৎসককে বলতে পারেনা, তাই তাদের চিকিৎসা করতেও উন্নত প্রশিক্ষণের প্রয়োজন হয়। আমরা ইতিমধ্যে শিশু বিকাশ কেন্দ্রও চালু করেছি, যা বর্তমানে শিশুদের চিকিৎসায় অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রোকেয়া বেগম বলেন, শিশু জন্মের সময় সতর্কতা গ্রহণ করলে নব্জাতকের মত্যু হার কমে আসবে। সিজারিয়ান অপারেশন বা স্বাভাবিক প্রসবের সময়, শিশু বিশেষজ্ঞের উপস্থিত থাকা খুবই প্রয়োজন, এতে নবজাতকের অনেক ধরনের সমস্যা মোকাবেলা করা সহজ হয়। প্রত্যেক হাসপাতালে এখন শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করা জরুরি। তিনি নব্জাতকের নিবিড় চিকিৎসায় অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের শিশু বিভাগের প্রশংসা করেন।

সেমিনারে বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. দিল আনজিজ বেগম, ডা. হাসান জাহিদ, ডা. আনোয়ার হোসেন, ডা. এ টি এম মাহমুদুর রহমান। প্রশ্নোত্তর পর্বে প্যানেল অফ এঙপার্ট হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ডা. ফয়সাল আহমেদ, ডা. শিরিন ফাতেমা। ডা. জেবুন নাহারের পরিচালনায় সমাপনী বক্তব্য দেন, হাসপাতালের প্রধান চিকিৎসক কর্মকর্তা ডা. প্রকাশ কে এন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠা ফাউন্ডেশনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধটি-টেন লিগে আজ মাঠে নামছে বাংলা টাইগার্স