চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না।
সামনে যত বাঁধাই আসুক সব বাঁধা ভেঙে ঐতিহাসিক পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা সফল করবে, প্রমাণ করবে বীর চট্টলা আওয়ামী লীগের দুর্গ। তিনি গতকাল হাাটহাজারী মেখল ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মুহিবুল হক মুহিবের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উত্তর জেলা আওয়ামী কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুল, হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, আজম উদ্দিন, আবু সাঈদ মেম্বার, অধ্যাপক নাজমুল হুদা মনি, ইছা আহমদ, নুরুল আবছার, আকতার হোসেন চৌধুরী, আরিফুর রহমান রাসেল, কাজী আবদুল মান্নান, সরওয়ার আলম, সাজুরা বেগম, দিলোয়ারা বেগম, বিলকিছ আকতার, রাশেদুল আলম, মো. সালাহউদ্দিন, মো. মামুনুর রশিদ, মো. এনামুল তৈয়ব সবুজ, মো. মঈনুদ্দীন, কাজী মো. রফিক মিয়া, মো. শহিদুল্লাহ, মো. আবুল কালাম, আবু সৈয়দ মন্নান, মফজল আহমদ, আবদুল মালেক, মো. কামরুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. এরশাদ আলম চৌধুরী, মো. আবুল হাশেম, বিশ্বজিৎ বল, মো. নাজিম উদ্দিন, নুরুল আলম ভোলা, মো. জাহাঙ্গীর, আবুল হোসেন ভুট্টু, মো. মহসিন, কাজী আমজাদ, মো. রাশেদ, আব্দুল শুক্কুর, সেকান্দর খান চৌধুরী, মহিউদ্দিন দুলাল, আবদুর রহিম মুন্না, মো. মুরাদ, আমির হোসেন মেম্বার, আবদুল্লাহ মেম্বার, হোসেন সওদাগর, আইয়ুব তালুকদার, নাছির তালুকদার, হাফেজ ফরিদ, মো. উসমান, মো. কাইয়ুম, সিফাইতুল ইসলাম শিমুল, মো. ইভু, মো. আজিজ, মো. সাইফুল, মো. আবদুল হালিম, মো. রায়হান প্রেস বিজ্ঞপ্তি।