ওরা ‘রেলওয়ের বড় কর্মকর্তা’

মূল হোতাসহ ৫ ভুয়া রেল সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:১২ পূর্বাহ্ণ

পুরনো মালামাল বিক্রির জন্য টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাসহ ৫ ভুয়া রেল সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ নভেম্বর নগরীর খুলশী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে আজাদীকে জানিয়েছেন খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, ঢাকার খিলগাঁও, মতিঝিল, কমলাপুর স্টেশন ও চট্টগ্রামের আকবরশাহ সি গেট এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন চক্রের মূল হোতা মো. নুরুল হক নুরু (৬০), তার সহযোগী আব্দুল গফুর (৬৪), নাদেরুজ্জামান নাদু (৬৫), মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহদাত হোসেন (৪৮) ও মোজাহেরুল হক ওরফে মুকুল (৫২)।

খুলশী থানার ওসি জানান, চক্রটি নিজেদের রেলওয়ের বড় কর্মকর্তা হিসেবে পরিচয় দিত। তারা ঢাকা ও চট্টগ্রাম রেলওয়ের পুরাতন মালামাল (স্ক্র্যাপ), ব্যাটারি, পোড়া মবিল বিক্রির জন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে টেন্ডারের আশ্বাস দেয়।

পে-অর্ডারের মাধ্যমে লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এরপর সিম কার্ড ফেলে দিয়ে নতুন সিম সংযোগ করে আবারও পুরনো ফাঁদের কৌশল করত। এদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপলোগ্রাউন্ডের সমাবেশকে সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধবই পাঠ ও জ্ঞান বৃদ্ধি আলোকিত জাতি বিনির্মাণে সহায়ক