পটিয়া পৌরসভা ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:০০ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মাইফুলা কবির কারিগরি স্কুল মাঠে গত শনিবার ওয়ার্ড আ.লীগের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। সম্মেলনের উদ্বোধন করেন পৌরসভা আ.লীগের সভাপতি আলমগীর আলম।

প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম এন এ নাছির। বক্তব্য রাখেন ফজলুল হক আল্লাই, ওয়াহিদুল আলম, কাউন্সিলর গোফরান রানা, কামাল উদ্দিন বেলাল, সোহেল মোহাম্মদ নেজাম উদ্দিন, সাইফুল্লাহ পলাশ, নুরুল করিম, ওয়াহিদুল আলম কালু, নাজিম উদ্দিন, হাবিবুল হক পিপলু, এটিএম শাহজাহান, মোহাম্মদ শাহজাহান, নোমান টিপু, শফিকুল ইসলাম, রবিউল হোসেন খোকন, ইকবালুর রহমান ওপেল, তারেকুর রহমান, সজিবুল ইসলাম জনি, মোহাম্মদ সোহেল। দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ জসিম উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ সোহেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি
পরবর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ডে যুবদলের খাবার বিতরণ