রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত কাপ্তাই জাতীয় উদ্যানে ১৪ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
রাঙামাটির বন সংরক্ষক মো. মিজানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালেহ মো. শোয়াইবের নির্দেশে অজগরটি অক্ষত অবস্থায় কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক মো. মোল্লা রেজাউর করিম আনুষ্ঠানিকভাবে অজগরটি অবমুক্ত করেন।
এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ ও কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইনসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
ডিএফও ছালেহ মো. শোয়াইব জানান, গত ৫ মাসে ৯টি অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অক্ষত অবস্থায় অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা সবগুলো অজগরই লোকালয় থেকে উদ্ধার করা হয়েছিল। সাধারণত খাবারের সন্ধ্যানে অজগরগুলো বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে এবং জনগণের হাতে ধরা পড়ে।