জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ায় জলাবদ্ধতারোধ, বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ওসচ প্রকল্পের ১১শ’ ৫৮ কোটি টাকার কাজ শুরু হচ্ছে। মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে পটিয়ার চেহারা পাল্টে যাবে। এ প্রকল্পের কাজ শেষ হলে, পটিয়ায় বর্ষা মৌসুমে নিম্মাঞ্চলে আর কোন জলাবদ্ধতা ও পানির স্রোতে ভাঙনসহ একটি বন্যা নিয়ন্ত্রণে নিরাপত্তা বেষ্টনির সৃষ্টি হবে।
বর্ষা মৌসুমে সুইচ গেইট বন্ধ রেখে, শুষ্ক মৌসুমে সুইচ গেইটের মাধ্যমে কৃষকদের জন্য প্রয়োজনীয় পানি ছাড়া হবে। আগামী ৩০ নভেম্বর পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক পটিয়ায় প্রকল্প উদ্বোধন করবেন।
গত রবিবার বিকেলে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে পাউবো’র প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী অপু দেব, উপজেলা আ.লীগ নেতা নুরুর রশিদ চৌধুরী এজাজ, হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আ.লীগের সভাপতি মৃদুল নন্দী, সাধারণ সম্পাদক মো. আবছার,কালাগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার প্রমুখ।