ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১৬২

১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ৯:৪১ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জন হয়েছে, আহত হয়েছে আরও কয়েকশ মানুষ এবং ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কম্পাসডটকম এবং দেতিক ডটকম। তবে ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবেলা সংস্থার সর্বশেষ তথ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬২ উল্লেখ করা হয়েছে।

গতকাল সোমবার পশ্চিম জাভায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়েছে। দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি। খবর বিডিনিউজের।

সিয়ানজুড় শহরের প্রশাসনিক প্রধান হারমান শুহেরমান বলেছেন, ভূমিকম্পে ৫৬ জন নিহত এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও বহুমানুষ চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি জাকার্তায় কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে জানায়, সিয়ানজুড় এলাকায় বেশ কয়েকটি বাড়ি ও একটি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগও বিঘ্নিত হচ্ছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে কর্মকর্তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন। দেশটির টেলিভিশন টিভি থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, সিয়ানজুড়ের বেশ কিছু ভবন প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বাইরে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন।

বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে পরবর্তী দুই ঘণ্টায় ২৫টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টি হলে ভূমিধসের সম্ভাবনা আছে বলে সতর্ক করেছে তারা। প্রায় ২৭ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার’ (প্যাসিফিক রিং অব ফায়ার) ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত। এ অঞ্চলটিতে ভূত্বকের কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট এসে মিলিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলপৃষ্ঠের নমুনা আনতে হলিউডি পরিকল্পনায় নাসা
পরবর্তী নিবন্ধ১১ চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার