বিশ্বকাপ উন্মাদনা এবং বাংলাদেশ

সালাহউদ্দীন শাহরিয়ার | মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবল নিয়ে পৃথিবীব্যাপী উন্মাদনা রয়েছে, ৩২ টি দেশ অংশগ্রহণ করছে, যে দেশগুলো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সে দেশে আনন্দ -উল্লাস-বেদনা থাকাটা স্বাভাবিক।

কিন্তু আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রলিং, বিশাল বিশাল পতাকা তৈরি, মিছিল বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে তা অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। অথচ আমরা আমাদের জাতীয় দিবসেও এত পতাকা দেখি না, এমনকি অন্য কোনো দেশের পতাকা উত্তোলনের ক্ষেত্রে যে আইন আছে সেটাও অনেকেই জানে না, যাকে এক কথায় বলা যায় ছাগলের তিন নম্বর বাচ্চা শুধুই লাফালাফি দুধ পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, অর্থাৎ বাংলাদেশ আদৌ কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

কিছুদিন পর হয়তো দেখবো দেশের বিভিন্ন এলাকায় কোনো কারণ ছাড়া ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ এরকম কিছু নিউজ। এবং সে রকম নিউজ হোক সেটা প্রত্যাশাও করি না। সুতরাং খেলাধুলা নিয়ে অবশ্যই আনন্দ করবো, সমর্থন করবো, তবে তা অবশ্যই নিয়মের মধ্যে সংযত ও শালীনতার মধ্যে।

পূর্ববর্তী নিবন্ধযৌন নিপীড়ন ও ধর্ষণ প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধফেসবুকের সুফল ও কুফল