ওপিএ ফ্রেন্ডশিপ এন্ড ফেলোশিপ বাস্কেটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

ওপিএ ফ্রেন্ডশিপ এন্ড ফেলোশিপ বাস্কেটবল টুর্নামেন্ট গত ১৯ নভেম্বর সেন্ট প্লাসিড্‌স্‌ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি গত ১৭ নভেম্বর শুরু হয়েছিল। প্রাক্তন ওপিএন খেলোয়াড়দের সমন্বয়ে মোট ৪টি দল গঠন করা হয়। দলগুলো হলো: টিম প্যারাডাইস, গুড লাক, লায়ন হেড ও নো স্কুল। সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ওপিএ প্যাটরন ব্রাদার সুব্রত লিও রোজারিও সিএসসি এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

সেন্ট প্লাসিড্‌স্‌ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ওপিএ সভাপতি ওপিএন ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওপিএন আবু মোহাম্মদ সাজেদ চৌ. এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ওপিএন মোহাম্মদ আনিছ উল্লাহর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওপিএন ওয়াহিদ মালেক।

বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী টি লিমিটেডের জি এম ওপিএন ওমর হান্নান এবং ওপিএর প্রাক্তন সভাপতি ওপিএন শেখ জুবায়েদ হোসাইন এবং ওপিএন প্রসেনজিত দত্ত (রাজু)। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। আর এ ধরনের খেলাধুলার মধ্যে বাস্কেটবল অন্যতম। প্রাক্তন খেলোয়াড়দের জন্য আয়োজিত ওপিএ ইসি-২২ এর এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

টুর্নামেন্টের আহবায়ক ওপিএন আসলাম হোসাইন চৌধুরী, সহ-আহবায়ক ওপিএন অশোক চৌধুরী ও ওপিএন ইশরাত আহমেদ চৌধুরী (নওশাদ) ছাড়াও ওপিএ ইসি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার ওপিএন কলিন ডায়েস, যুগ্ম সম্পাদক ওপিএন ইরফান কাদরী, ওপিএন মহিউদ্দৌলা, ওপিএন এরল গোমেজ, ওপিএন রোনাল্ড গোমেজ ওপিএন আবু সাইদ চৌধুরী, ওপিএন মো. আসিফ ইকবাল প্রমুখ। ১৯৮০ হতে ১৯৯৫ সাল-এ সময়ের অনেক প্রাক্তন খেলোয়াড়ও এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় গুড লাক ২০-১৩ পয়েন্টে প্যারাডাইসকে হারিয়ে চ্যম্পিয়ান হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দল এবং অংশগ্রহনকারী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধবনফুল ২য় বিভাগ ফুটবলে দুটি খেলাই ড্র
পরবর্তী নিবন্ধপটিয়াকে হারিয়ে কর্ণফুলীর প্রথম জয়