প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মীরসরাইয়ের অর্থনৈতিক জোন এলাকা থেকেই কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ বাস্তবায়ন হবে, যা আর বেশি দূরে নয়। যা বাস্তবায়ন হলে সমুদ্রের নীল জলরাশির সাথে পাহাড়ের জনভূমির সম্মিলনে অভাবনীয় দৃষ্টিনন্দন উন্নয়নের পথে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে, যা ইউরোপীয় অনেক উন্নয়নশীল দেশকেও হার মানাবে। পাশাপাশি চার লেনের রাস্তা ৬ লেন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন চট্টগ্রামের মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু শিল্পজোনের ৪টি শিল্পপ্রতিষ্ঠানসহ দেশের ৫০টি শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি ইজেডগুলোতে শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কয়েকবার ক্ষমতায় থাকার সুবাদে আমরা দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা দূর করে এখন আন্তর্জাতিক মানের শিল্পমুখী অগ্রগতির দিকে যাচ্ছি। শিল্প উদ্যোক্তাদের জন্য একই স্থানে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করছি। এখন আর শিল্প উদ্যোক্তাদের প্রতিবন্ধকতার সেই হাওয়া ভবনের চাঁদার সিস্টেম নেই। এখন সরকারই তাদের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, আমাদের দেশে যেসব যুবক কর্মসংস্থান খোঁজ করছে ওরাই এখন উদ্যোক্তা হবে। উল্টো চাকরি দিতে পারবে। শিল্প উন্নয়নের পাশাপাশি তিনি কৃষি জমি রক্ষা এবং কোনো জমি যেন অনাবাদি না থাকে সেদিকে সজাগ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সকল উন্নয়নের ধারাবাহিকতার জন্যই আমাদের শিল্প উন্নয়ন ও কৃষি সমৃদ্ধি ধরে রাখতে হবে। এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকলেই ২০৪১ সাল নাগাদ এই দেশ হয়ে উঠবে একটি উন্নত দেশ। সেই লক্ষ্যে সবাইকে আওয়ামী লীগ সরকারের পাশে থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশ্বব্যাপী খাদ্যাভাবের কারণে বাংলাদেশ উৎপাদন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মীরসরাই শিল্পাঞ্চলে যেসব ফসলি জমি রয়েছে সেগুলো ফসলি হবে। তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণাঞ্চলের যোগাযোগ দ্রুত হয়েছে। ঢাকা থেকে আরও অল্প সময়ের মধ্যে যাতে রেলে চট্টগ্রামে পৌঁছানো যায়, সেইজন্য নতুন রেললাইনের চিন্তা করছি। এটা আমরা করব। তিনি বলেন, কক্সবাজারে আমরা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিচ্ছি। চট্টগ্রাম কর্ণফুলী টানেল করে দিচ্ছি। এপারের মানুষ ওপারে যেতে আর অসুবিধা হবে না।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মীরসরাইয়ের প্রান্ত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি প্রভাষক গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বেজা চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এরপর বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান ছোবহান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
মীরসরাই প্রান্তে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ চট্টগ্রাম জেলা ও মীরসরাই উপজেলা পর্যায়ের প্রশাসনিক এবং শিল্প প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধন করা ৫০টি শিল্প স্থাপনার মধ্যে আছে মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেজার প্রশাসনিক ভবন (বিএসএমএসএন)। চারটি কারখানা হলো জাপান ও বাংলাদেশের যৌথ প্রতিষ্ঠান নিপ্পন ম্যাকডোনাল্ড, ভারতের এশিয়ান পেইন্টস, বাংলাদেশের টিকে গ্রপ ও সামুদা। মীরসরাইয়ের শেখ হাসিনা সরণী, বিদ্যুৎ গ্রিড ও সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়।
কর্ণফুলী ড্রাইডক উদ্বোধন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় কর্ণফুলী ড্রাইডক ইকোনমিক জোনের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ প্রমুখ।