বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের (বাবৌযুপ) দেশজুড়ে বিস্তৃত ২১টি অঞ্চল/শাখার বাস্তবায়নে তিনমাস ব্যাপী অনুষ্ঠিতব্য শীতবস্ত্র দান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান গত ১৮ নভেম্বর সম্পন্ন হয়েছে। অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে সম্পন্ন উক্ত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বাবৌযুপ-জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া।

খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্তর্গত রামগড় উপজেলার মাস্টার পাড়াস্থ রামগড় ত্রিরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বাবৌযুপ-রামগড় শাখার সভাপতি নেপাল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

উল্লেখ্য, প্রধান অতিথি নিজ তহবিল হতে ৫০ টি কম্বল বিতরণের মধ্য দিয়ে উক্ত দানানুষ্ঠানে দাতার ভূমিকাও পালন করে এক বিরল নজির স্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজয় বাংলা শিল্পীগোষ্ঠীর আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকেএসআরএম ভবিষ্যৎ স্থপতি অ্যাওয়ার্ড জিতল চুয়েটের মাহির অরিত্র